প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রত্রিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে বদলগাছী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ ৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার,বিশেষ অতিথি হিসাবে ছিলেন বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা ভাইচ চেয়ারম্যান ইমামূল আল হাসান তিতু, বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফএফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহম্মদ।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।