প্রতিনিধি বদলগাছী(নওগাঁ):- নওগাঁর বদলগাছীতে ডাকাতি হওয়া ধান বোঝাই ট্রাক সহ ৮জন ডাকাতকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় নওগাঁ বদলগাছী রাস্তার হার্টিকালচারের সামনে থেকে ড্রাইভার ও হেলপারকে মারধর করে ধান বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৩৬৭৫) নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
থানাও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাতে মান্দা ফেরীঘাট থেকে ধান নিয়ে নীলফামারী উদ্দেশ্য যাবার পথে নওগাঁ বদলগাছী উপজেলার হার্টিকালচারের নিকট পৌছলে রাত আনু ১১টার দিকে পিছন থেকে ১০/১১জন ডাকাত মিনি ট্রাক(যশোর-ড-১১-০৯৯৬) নিয়ে ট্রাকের পথ রোধ করে ট্রাকের চালক ও হেলপারকে মারধরকে ট্রাকটি ছিনিয়ে নেয়। কোন কুল কিনারা না পেয়ে চালক ও হেলপার পার্শবর্তী গ্রামে গিয়ে বিষয়টি জানলে গ্রামের লোকেরা সাথেসাথে থানায় বিষয়টি জানায়। পরে থানা পুলিশ ধাওয়া করে বগুড়ার দুপচাচিয়া থেকে ধান বোঝাই ট্রাক সহ ৮জন ডাকাত কে আটক করে।
গাড়ির চালক রাসেল(৪৫) বলেন, নওগাঁর বদলগাছীর হার্টিকালচারের সামনে ছোট মিনি ট্রাক(যশোর-ড-১১-০৯৯৬) করে অজ্ঞাতনামা কতিপয় ডাকাতরা ট্রাকে করে আসে এবং বলে যে ধান পড়ে যাচ্ছে। তখন আমরা গাড়ী দাড় করানোর পরেই ১০/১১জন ডাকাত গাড়ীর জানালার গ্লাস ভেঙ্গে আমাকে সহ আমার হেলপারকে মারধর করে ধান বোঝাই গাড়ীটি ছিনিয়ে নেয়। আমার কাছে মোবাইল না থাকায় পার্শবর্তী গ্রামে গিয়ে গ্রামের লোকজনকে আমাকে থানার পৌছে দিতে বললে গ্রামের স্থানীয়রা সাথে সাথে বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং ট্রাকটিকে ট্রাকিং করে বগুড়ার দুপচাচিয়া থেকে উদ্ধার করে।
এ ব্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোনটি কেটে দেন। বারবার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
সৈকত সোবাহান,
বদলগাছী,নওগাঁ।