বদলগাছী বাজার বণিক সমিতির সভাপতি এখলাছুর ও সম্পাদক সুইট
*বদলগাছী বাজার বণিক সমিতির গঠন করার পর দীর্ঘ ২৭বছর পর গনতান্তিক প্রক্রিয়ায় এই প্রথম ভোটের ম্যধমে বদলগাছীতে বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):-নওগাঁর বদলগাছীর বাজার বণিক সমিতির নির্বাচনে এখলাছুর রহমান সভাপতি ও সম্পাদক মামুনুর রশিদ সুইট নির্বাচিত হয়েছন।
শুক্রবার ২৭শে জানুয়ারি বদলগাছী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বাজার বণিক সমিতির ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
নির্বচনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এখলাছুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন।
সাধারন সম্পাদক সহ মোট ১৫টি পদের জন্য ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক পদে মামুনুর রশিদ সুইট জয়লাভ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ভোটার বলেন, ১৯৯৬ সালে বদলগাছী বাজার বণিক সমিতি গঠন করা হয়। দীর্ঘ ২৭বছর পার হলেও সাবেক কমিটি নির্বাচন দিতে চায় নি এবং নির্বাচন বানচালের অনেক চেষ্টা করেও পারে নি। আজ আমরা আমাদের ভোট প্রয়োগ করেছি। আমরা চাই প্রতি ৩বছর পর পর নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হোক।
প্রিজাইডিং অফিসার ইবনু সাব্বির আহম্মেদ বলেন, দীর্ঘ ২৭বছর পর এই প্রথম বদলগাছী বাজার বণিক সমিতির নির্বাচন হয়েছে। সম্পন্ন গনতান্তিক প্রক্রিয়ায় সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪০২ ভোটের মধ্যে মোট ৩৮৬টি ভোট কাষ্ট হয়েছে।
রিটার্নিং অফিসার লুৎফর রহমান বলেন, বদলগাছী বণিক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত কমিটি আগামী ৩বছর দ্বায়ীত্ব পালন করবে। তিনি নির্বাচিত সভাপতি এখলাছুর রহমান ও মামুনুর রশিদ সুইটকে শুভেচ্ছা জানান।