জেলা প্রতিনিধি : নীলফামারীর জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী শিকারের অভিযোগে আবুল হোসেন নামে একজনক আটক করে ৬ মাসের কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আবুল হোসেনের বাড়িতে বন্য প্রাণী (বক) শিকারের সরঞ্জাম, দুটো জীবিত বক এবং দুটো জবাই করা মৃত বক পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল হোসেনকে মোবাইল কোর্ট আইন–২০০৯ এবং বন্য প্রাণী (সংরক্ষণ) আইন– ২০১২ অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বক শিকারের সরঞ্জাম ও জীবিত ২টি বক উদ্ধার করা হয়। পরে, জীবিত বক দুটোকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং বন বিভাগের সহযোগিতায় উপজেলার ছোটরাউতা বনে অবমুক্ত করা হয়।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম বলেন বন্যপ্রাণী সংরক্ষণে এ অভিযান অব্যহত থাকবে।