বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা পায় এই ছাত্র সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।মুক্তিযুদ্ধসহ বাঙালির স্বাধিকার আন্দোলনে সক্রিয় থাকা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানান কর্মসূচি পালনের মাধ্যমে পালন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য র্যালী বেড় করে উপজেলার প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ অনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান,কাজী মতিউর রহমান বাদল,মতিউর রহমান হাওলাদার,বিদ্যুৎ কান্তি বাড়ৈ, খায়রুল ইসলাম মহসিন, ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ,মনির চৌধুরী,এস এম মইন,কাজী নাফিস ফুয়াদ,তৌহিদ সজিব,যুগ্ন-সাধারণ সম্পাদক আঃ সত্তার মাতুব্বর, আবিদ হোসেন তালুকদার,কাজী কাওসার, শ্রাবন খান সজিব , সাংগঠনিক সম্পাদক সৈয়দ দুলাল, শরীফ আশিক,অলিউল হক রনি,দপ্তর সম্পাদক সাকিব হাওলাদার প্রমুখ।