বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির মাসিক মিটিং ও মত বিনিময় সভা সম্পন্ন হলো আজ ২৮-১০-২২ইং তারিখ রোজ শুক্রবার।মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় যশোর শংকরপুর শিব মন্দিরে (চাকলাদার পাম্পের সামনে।এ সভায় কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।আলোচনার মুল বিষয় ছিলো জেলা মহাজোটের সাংগঠনিক বিষয়।আলোচনা হয় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে।সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলার উপদেষ্টা বাবু অখিল চক্রবর্তী,বাবু রবীন্দ্রনাথ আচার্য্য, সভাপতি বাবু অমল অধিকারী।সহ সভাপতি বাবু নীল রতন বিশ্বাস, নির্বাহী সভাপতি শান্তিরাম বিশ্বাস।যুগ্ম সম্পাদক বাবু অমল ভাষ্কর,প্রচার সম্পাদক বাবু অমিত কুমার অধিকারী,মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি তৃপ্তি রানী বৈরাগী। সদস্য সন্জয় বিশ্বাস সহ আরো অনেকে।