বাইতুল আমান জামে মসজিদ এর উন্নয়ন বাবদ নগদ এক লক্ষ টাকা দান করেন আলহাজ্ব আজমেরী ওসমান সাহেব
নভেম্বর ১৫, ২০২২ইং…দৈনিক ভোরের আওয়াজ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ রাজনীতির শিক্ষাগুরু বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম.পি আলহাজ্ব নাসিম ওসমান সাহেব এর সু্যোগ্য পুত্র নারায়নগঞ্জের প্রান পুরুষ,বীর পুরুষ ও গন মানুষের নেতা আলহাজ্ব আজমেরী ওসমান সাহেব বাইতুল আমান জামে মসজিদ এর উন্নয়ন বাবদ নগদ এক লক্ষ টাকা দান করেন।
আজ ১৫ই নভেম্বর রোজ মঙ্গলবার দুপুরে মাসদাইর বাজারে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ এর উন্নয়ন বাবদ এই নগদ অর্থ দান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন হাজ্বী মোঃকামাল হোসেন শেখ,তানিম মাহাদী,মাকসুদুর রবিন,সোলায়মান সানি,কিবরিয়া,নাদভী আহম্মেদ রুন,উজ্জ্বল গাজী,মাহিন,অভি,লালন,সজল।
দৈনিক ভোরের আওয়াজ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মিঠু আহম্মেদ ✍️