নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের অপরাধে আবু তাহের নামে এক ট্রাক্টর মালিকের এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার সকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পুর্ব হরিণচড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
আবু তাহের একই এলাকার হাসান আলীর ছেলে।
সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, দেওনাই নদীর বালু স্তুপ করে রাখা ছিলো। বালু কেটে দুটি ট্রাক যোগে চুরি করে নেয়া হচ্ছিলো। এমন অভিযোগের সত্যতা পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রাক্টর মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়।