৫ ডিসেম্বর সোমবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের জেলা শহরের পুরাতন জেলখানা মোড়স্থ বাসভবনে হামলা হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ভবনের নাইট গার্ড ও দ্বিতীয় তলায় থাকা বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ব্যপস্থাপক জানান, রাত ১০টার দিকে হঠাৎ কিছু দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি ইটপাটকেল মেরে পালিয়ে যায় । এতে কাঁচ ভেঙে যায়। এসময় ভেতরে ও বাইরে কাঁচের টুকরো ভেঙে পড়ে।
হামলার খবর পেয়ে সাবেক এমপির বাসভবনের নিচে ছুটে যান নেতাকর্মীরা। তাদের বক্তব্য অনুযায়ী জেলা কৃষক লীগের সম্মেলনকে কেন্দ্র করেই রাতে এই হামলা হয়েছে। সন্ত্রাসীদের কারনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেখানে নিরাপদ নয়, সেখানে আমাদের মতো কর্মীরা কিভাবে আওয়ামীলীগ করব? এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে সাবেক এমপি আব্দুল ওদুদ বলেন, জেলা কৃষকলীগের সম্মেলের জের ধরেই এই হামলা। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের সহযোগীতা থাকতে পারে
বলে তিনি মনে করেন। এই হামলায় জড়িত কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করে তিনি বলেন , সিসিটিভি ফুটেজে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম একই ভবনে বসবাস করেন। তিনি বলেন ঘটনার সময় সাবেক এমপি বাসাতেই ছিলেন। হামলার ঘটনাটি পুলিশ জানতে পারলে ,পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন।
হামলার ঘটনা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নি তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।