বিএনপির সভা-সমাবেশকে ঘিরে তাদের ঘরানার পরিবহন মালিকরাও ‘শঙ্কিত’ হয়ে সবাই মিলে পরিবহন ধর্মঘট ডাকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “পরিবহন মালিকদের যে সংগঠন আছে, সেখানে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জাসদসহ বিভিন্ন দলেরই মানুষ আছে।
“শিমুল বিশ্বাস বাবু তো পরিবহন নেতা, তিনি তো বিএনপি করেন। উনারাই তো সিদ্ধান্ত নিয়েছেন ধর্মঘট ডাকার। সুতরাং বিএনপি ঘরানার পরিবহন মালিকরাও শঙ্কিত এবং তারা কেউই যাতে বিএনপির অপরাজনীতির শিকার না হন, সে জন্য সবাই মিলেই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।”
শুক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে রংপুরে ৪৮ ঘণ্টার জন্য বাস বন্ধ করে দিয়েছেন মালিক-শ্রমিকরা। তাতে ভোগান্তিতে পড়েছে উত্তরের আধা ডজন জেলার মানুষ।