বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন সারা দেশে লুটপাট চালিয়েছে বলে দাবি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি-জামায়াত সারা দেশে করেছে লুটপাট আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে উন্নয়নের মাধ্যমে দেশের চেহারা পরিবর্তন করেছে। বিএনপি-জামায়াত বিদ্যুৎ লুটপাট করেছে। সেখানে আওয়ামী লীগ সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।
নৌকার প্রার্থী পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, উপনির্বাচনে নৌকা বিজয়ী হলেই বগুড়ায় বিমানবন্দর স্থাপন বাস্তবায়ন দ্রুত কার্যকর হবে। বিএনপি-জামায়াত বিদ্যুৎ লুটপাট করেছে। সেখানে আওয়ামী লীগ সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। বগুড়ায় এবার নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হলে বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক জোন ও রেল লাইনসহ যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করা হবে। এছাড়াও তিনি বিগত দিনে আওয়ামী সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন নৌকার পক্ষে ভোট চান।