বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শিগগিরই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুব সমাজকে মাদক থেকে রক্ষায় সংশোধন হচ্ছে আইন।
রোববার রাজধানীতে দুটি অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী।
রোববার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এজন্য সংশোধন হচ্ছে আইন। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশেও ডোপ টেস্ট বাধ্যতামূলক করার উদ্যোগের কথা জানান তিনি।
ওসমানী স্মৃতি মিলনায়তনে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে ৮০ লাখের বেশি মানুষ মাদকাসক্ত যার মধ্যে ৮০ ভাগই যুবক।
দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।