দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক তসলিম উদ্দিনের স্ত্রী ও ঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা নুর মহল বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রানীহাটি বাজারের আল-হেরা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বয়স।
এর আগে দুপুরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে আল-হেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।