কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দীনের অবসর জনিত বিদায়ী
সংবর্ধনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সজ্জিত গাড়িতে করে বেলাল উদ্দীনকে ডোমার পৌরসভার চিকনমাটি মোড়স্থ তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মঙ্গলবার ছিল বেলাল উদ্দিনের শেষ কর্মদিবস। এ উপলক্ষে বেলা ১২টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দীনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুল দিয়ে আগামীর জন্য শুভেচ্ছা সহ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুজ্জামান রুকু, মেডিকেল অফিসার ডা. আবুল আলা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরীসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরে, বর্ণাঢ্য কর্মজীবনের সম্মানার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সজ্জিত গাড়িতে করে বেলাল উদ্দীনকে ডোমার পৌরসভার চিকনমাটিস্থ তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, তিনি দীর্ঘ ৩৯বছর ধরে আমাদের দপ্তরে চাকুরী করে আসছেন। তাই বিদায়ের বেলা উনার সম্মানার্থে সু সজ্জিত গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।