ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮শে জানুয়ারী ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ৬৪ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্রী, প্রশাসনের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান রওশন আরা বেগম, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক এম. সম্পা মাহমুদ, অত্র স্কুলের প্রাক্তন শিক্ষিকা শামসুল নাহার, প্রাক্তন ছাত্রী আলেয়া খাতুন, রেহানা আক্তার কাকলি, গোধুলি, কেকা, নাদিয়া, তুশি, রুশি সহ আরও অনেকে।