রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

ভোলায় প্রেমের টানে এসে প্রেমিকার বাড়িতে জামালপুরের ছেলের বিষপান।

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদ আরিফ: ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় প্রেমের টানে এবার প্রবাস জীবন রেখে ছুটে এসে লাঞ্ছিত হয়ে প্রেমিকার বাড়ীর সানে  বিষপান করলেন প্রেমিক লাভলু ওরুপে আপন (৩০) নামের  জামালপুরের এক যুবক।
বর্তমানে ওই প্রেমিক আপন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে  গত ২ (ফেব্রুয়ারি) রাতে রাজাপুরের কন্দকপুর গ্রামে এই ঘটনা ঘটে। আপন জামালপুর জেলার মেলান্দহ থানার ৪নং নাংড়া ইউনিয়নের তামানিক গ্রামের দেওলাবাড়ীর লালমিয়া  এর ছেলে।
ঘটনাসূত্রে জানাযায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দারোখাল বাজার সংলগ্ম সালাউদ্দিন মিয়ার তালাকপ্রাপ্ত মুন্নির সাথে সাথে সৌদিআরব প্রবাসী লাভলু ওরুপে আপনের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সুবাদে প্রেমিক আপন কে বিয়ের প্রলোভন দেখিয়ে  প্রায় ৫ লক্ষ  টাকা হাতিয়ে নিয়েছেন প্রেমিকা মুন্নি।
টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন প্রেমিকা মুন্নি।
যোগাযোগ বন্ধ  করায় সৌদিআরব থেকে চলে আসেন প্রেমিক আপন। এয়ারপোর্ট থেকে ভোলায় এসে প্রেমিকার দেওয়া ঠিকানা অনুযারী বাসা খুঁজে বের করলে প্রমিকা মুন্নি পালিয়ে যায়। নানান ভাবে হেনেস্থা করে প্রেমিক কে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আপনের বড় ভাই মজনু মিয়া জানান, আমার ভাই থানায়, এই খবর শুনে আমরা ভোলা গিয়ে পুলিশের থেকে ছাড়িয়ে নিয়ে আসার পথে, আমার ভাই পালিয়ে যায়। আমরা অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে চলে আসছি। এখন শুনি বিষপান করছে। মজনু মিয়া আরো বলেন, আমার ভাই প্রবাসে এক বছর যা ইনকাম করেছে সবই তার প্রেমিকা কে দিয়েছে।এদিকে ওই প্রেমিকা বরগুনার মিন্নী কে ও হার মানিয়েছে বলে মন্তব্য করেছে এলাকাবাসী। এর আগেও প্রেম অতঃপর বিয়ে এরপর চুলকাটার নাটক সাজিয়েছে ঐ ছেলের থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে এই মুন্নি ।প্রবাসী এবং ব্যবসায়ীদের টার্গেট করেই নিঃস্ব করে দেওয়াই এই মেয়ের কাজ। রাজাপুরে প্রেমিকার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি তবে হাসপাতালে আপনের সেবাযত্ন করা প্রেমিকার ভাই সাখাওয়াত হোসেন জানান, আমার বোনের সাথে প্রেমের সম্পর্ক ঠিক আছে তবে এই ছেলে কে আমরা অভিভাবক নিয়ে আসতে বলেছি। অভিভাবক নিয়ে আসবে বলে যাওয়ার পথে আমাদের এলাকার কিছু পোলাপানে আটক করে টাকা পয়সা, মোবাইল রেখে দিয়ে পুলিশে দিয়েছে। পুলিশের থেকে কি ভাবে যেন ছাড়া পেয়ে আমাদের বাড়ীর পাশে গিয়ে বিষপান করেছে। সেখান থেকে পুলিশসহ আমরা হাসপাতালে নিয়ে এসেছি।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমরা প্রথমে এই ছেলে কে হেফাজতে এনে তার ভাইয়ের কাছে দিয়েছি। পরবর্তীতে শুনলাম বিষপান করেছে। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

কল্যাণপুরের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

রাঙামাটি সীমান্তে বন্দুকযুদ্ধে নিহত ৩

ডাসারে সুদের টাকার চাপে কৃষকের আত্মহত্যা

চুরি ডাকাতি রাহাজানি বন্ধে বিশাল প্রতিবাদ

টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করেছে র‍্যাব -১২।

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল

দরিদ্র শিশুদের মেধা যাচাই পরীক্ষা নিল মানবতার বন্ধু!

কাউখালীতে পেশাদার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের সুযোগ।

পুঠিয়া-দুর্গাপুরে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর

লটারিতে এক ছাত্রীর নাম ৩ জায়গায়