নির্বাচন সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তবে তাদের সব চক্রান্ত মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ভোলার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরাই অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে।
শুক্রবার বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামালের জন্মদিনে তার হাতে গড়া আবাহনী ক্লাবের মাঠে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এসময়, প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এসময়, শেখ কামালের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। জানান, নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বিএনপি।
পরে নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এসময়, শেখ কামালের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। জানান, নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, ভোলার ঘটনা কে ঘটিয়েছে? ভিডিও ফুটেজ দেখুন। কীভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করেছে, কারা সেই অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ কী করবে? আঙুল চুষবে? ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে।