ভোলার লালমোহনে ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই কিশোরীর মা। বুধবার সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী ওই এলাকার রুহুল আমিনের মেয়ে। অভিযুক্ত শাকিল একই এলাকার কবিরের ছেলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে বুধবার রাতে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।
কিশোরীর মা জানান, আমার যমজ দুই মেয়ে। এদের মধ্যে একজন কথা বলতে পারলেও অপরজন বাকপ্রতিবন্ধী। বুধবার দুপুরে বোনকে মাদ্রাসায় যেতে দেখে তার সঙ্গে মাদরাসায় যায় বাকপ্রতিবন্ধী মেয়েটিও। তবে বিকালে মাদরাসা পড়ুয়া মেয়ে বাড়িতে ফিরলেও প্রতিবন্ধী মেয়েটি ফিরেনি। এরপর মেয়ের খোঁজে বেরিয়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশের বাগানে অর্ধনগ্ন অবস্থায় ও তার হাতে দশ টাকার নোট দেখতে পাই। এসময় শাকিল আমাকে দেখে বাগান থেকে দৌঁড়ে চলে যায়। আমাকে দেখে মেয়ে কান্না করে তাকে শাকিল সবর্নাশ করেছে বলে হাত দিয়ে ইশারা করে বুঝায়।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের সর্বোচ চেষ্টা চলছে।