২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে ভোলা জেলার ওলামা-মাশায়েখদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার উপস্থিত ওলামা-মাশায়েখদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি সামাজিক-সম্প্রীতি, গুজব প্রতিরোধ, কিশোর গ্যাং, মাদকের অপব্যবহার রোধ সহ বিভিন্ন সমসাময়িক সামাজিক সমস্যা নিরসনে ওলামা-মাশায়েখদের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রশংসা করেন।
তিনি বলেন যারা সামজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা গুজব ছড়িয়ে সামাজিক-সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ধরনের কোন তথ্য ওলামা-মাশায়েখদের নজরে আসলে তা জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্কৃতিকারীরা যাতে অপপ্রচার বা গুজব রটিয়ে সম্প্রীতি নষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে জনসচেতনতা তৈরীতে ওলামা-মাশায়েখদের সহযোগীতা কামনা করেন।
এ সময় অফিসার ইনচার্জ ভোলা সদর মেডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দ শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা, পুলিশ পরিদর্শক (ক্রাইম) পুলিশ অফিস, ভোলা সহ ভোলা জেলার সম্মানীত ওলামা-মাশায়েখ গণ উপস্থিত ছিলেন।