বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

ভোলায় ট্রলি চাপায় মো. আইয়ুব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
অক্টোবর ১৩, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

ভোলায় ট্রলি চাপায় মো. আইয়ুব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রলিটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ সদর উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মিনাজ ইউনিয়নের ছেলে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই বৃদ্ধ বাংলাবাজার চৌরাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন।
এসময় রাস্তা দিয়ে দ্রুতগতিতে ঘাতক ট্রলিটি যাওয়ার সময় বৃদ্ধকে চাপা দেয়। এতে বৃদ্ধের ডান পা ভেঙে যায় এবং মাথা আঘাতপ্রাপ্ত হয়ে সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক