ভোলা প্রেসক্লাবের টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান ও নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভোলা প্রেসক্লাবের টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান ও নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জনাব অহিদুর রহমান, সভাপতি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জনাব তোফায়েল আহমেদ, এমপি, মাননীয় সংসদ সদস্য, ভোলা-০১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
পুলিশ সুপার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে অকুতোভয় মুক্তিকামী বাঙ্গালী জাতির প্রতি শ্রদ্ধা ও গৌরব গাঁথা সেই সোনালী ইতিহাস স্মরণ করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা ভোলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে পেয়েছি এটি আমাদের জন্য গৌরব ও সম্মানের। সুতরাং আপনাদের উচিৎ কাঁদা ছোড়াছুঁড়ি না করে সকল সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাঁর নেতৃত্ব সুসংগঠিত থাকা।
তিনি আরও বলেন, এখানে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক, সাবেক ভোলা প্রেসক্লাব সভাপতি সহ অনেক গুণিজন উপস্থিত আছেন, আমরা আপনাদের নিয়ে সাংবাদিক সমাজের অনৈক্য দূর করে ভোলা প্রেসক্লাবকে সাংবাদিকদের ঐক্যের প্রতিক হিসেবে দেখতে চাই।
এ সময় জনাব বিবেক সরকার, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, ভোলা, জনাব দোস্ত মাহামুদ, কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা, জনাব মোঃ শফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।