ভোলা বোরহানউদ্দিনে অষ্টম শ্রেনী পাশ মাদ্রাসা ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্নহত্যা।।।।।এ ব্যপারে এলাকাবাসী জানান তাকে কারেন্ট শর্ক করে মারা জান।।।পরে বোরহানউদ্দিন থানার এস,আই মেহেদী হাসান খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।এবং মেয়েটির গলায় দাগ দেখে অত্র এলাকার মেম্বার নিজাম সিকদার এবং এস,আই,মেহেদী হাসান আত্নহত্যা বলে নিশ্চিত করেন।।।পরে মেয়েটির মাকে জিজ্ঞেস করলে মেয়েটির মা পুরো ঘটনা খুলে বলেন।।। মেয়েটির মা জানান,,,সে বাসার বাহির ছিলেন বাসায় ফিরে এসে একা ঘড়ে তার মেয়েকে জুলন্ত অবস্থায় দেখে। পরে সে তাৎহ্মনিক সেখান থেকে নামায়।এবং তাদের মাজে কোন ধরনের মনমালিন্ন কিবা ঝগড়া বিবেদ ও হয়নাই।।সে তাদের এক মাত্র মেয়ে।।।পড়ে এস,আই মেহেদী হাসান আরো বলেন এই ঘটনার সাথে কেউ যদি সম্পৃক্ত থেকে থাকে তা তদন্ত করে দেখবে।।।।।ঘটনাটি ঘটে ২৩/১২/২২ সকাল ১০ঃ৪০ মিনিটে।।।।।। মোঃ শামীম বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি