পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় ৬জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ কর্তৃক ২মাদক কারবারিকে ১২০পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃতরা হলেন উপজেলার গুলশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আ:হাই হাওলাদারের পুত্র মঞ্জু হাওলাদার (৫০) ও টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের শাহজাহান প্যাদার পুত্র আলাউদ্দিন ওরফে সাদ্দাম প্যাদা।
থানা সূত্রে জানা যায়,মঠবাড়িয়া থানার এসআই খন্দকার মো: কামরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় দক্ষিণ কবুতর খালি এলাকা হতে মঞ্জু ও সাদ্দাম কে সাথে থাকা ১২০পিস ইয়াবা সহ আটক করেন। ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে এসআই মো:কামরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানা একটি মামলা দায়ের করেন। ধৃত আসামীদের আইনী প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হয়েছে।