কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীর দক্ষিণ রাজঘাট সাকিনস্থ কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পাকা রাস্তার ওপর থেকে রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মো. হানিফ নামের ২০ বছর বয়সী এক তরুণকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার বন্দুক উদ্ধার করার কথাও জানিয়েছে র্যাব।
আটক হানিফ স্থানীয় আলী আকবরের ছেলে।
দৈনিক ভোরের আওয়াজকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।
আটক হানিফ উপকূলীয় এলাকার জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য বলে দাবি করেছে র্যাব। হানিফের কাছ থেকে উদ্ধার হওয়া এসব অস্ত্র দিয়ে সে মাদকদ্রব্য কেনা- বেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর কাজে এবং এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করত বলে জানান র্যাব-৭
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন- “আটক হানিফকে আমরা মহেশখালী থানায় হস্তান্তর করেছি। মাতারবাড়ি কক্সবাজার-মহেশখালী
-কুতুবদিয়ার উপকূলের কাছাকাছি, তাই এই উপকূলীয় অঞ্চলটিকে জলদস্যুরা তাদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করে।”