রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

মাদারীপুরের শিবচরে স্কুলের দপ্তরির থাপ্পড়ে শ্রবনশক্তি হারালো পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচরে স্কুলের দপ্তরির থাপ্পড়ে শ্রবনশক্তি হারালো পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী

 

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরের শিবচরে দপ্তরি থাপ্পরে কানের শ্রবনশক্তি হারিয়েছেন এক শিক্ষার্থী। ৭৩ নং বাখরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম শিকদার (১০) ওই বিদ্যালয়ের দপ্তরি আব্দুল হান্নান ফরাজীর থাপ্পরে কানের শ্রবনশক্তি হারিয়েছেন। ফাহিম ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর রোল ১৯ নং এর ছাত্র। সে শিকদার কান্দি গ্রামের মাহবুব আলমের ছেলে। এই ঘটনায় প্রাথমিক শিক্ষা বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে এ বিষয়ে ছাত্রের বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত শিক্ষার্থী ফাহিম জানান, গত ২৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে স্কুলের দপ্তরি হান্নান কাকা বিদ্যালয়ের সিড়ির নিচে ঝাড়– দিচ্ছিল। এসময় ময়লা একটি ঝুড়িতে রাখছিলো। আমাদের স্কুল ছাত্র-ছাত্রীরা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কোন এক ছাত্রের পায়ে লেগে ওই ময়লা পড়ে যায়। পরে আমি ওখান দিয়ে নামার সময় হান্নান কাকা আমার কানে জোড়ে থাপ্পড় দিলে আমি ঘুড়ে মাটিতে পড়ে যাই। পরে স্যারেরা আমাকে উঠিয়ে পানি ঢেলে অফিস রুমে নিয়ে যায়। আর এঘটনা যেন আমার পরিবারকে না জানই তার জন্য আমাকে তারা অনুরোধ করেন। আমাদের প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষক আমাকে বলে, পরিবারের লোকজনের জানলে তাদের উপর অনেক চাপ আসবে।

এ বিষয়ে ফাহিমের বাবা মাহবুব আলম বলেন, ঘটনাটি ঘটার তিন দিন পরে (শুক্রবার) ফাহিম তার কানে ব্যাথা জানালে আমি তার কাছে ঘটনার সততা জানতে চাইলে ফাইম আমাকে সব খুলে বলে। ওই দিন বিকেলের দিকে তার কানে বেশি ব্যথা শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথামিক চিকিৎসা নেই। দুই দিন পরে আমি তার বিদ্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চাই। কিন্তু তার কানের ব্যথা বাড়তে শুরু করে সাথে ফাহিম বমি করা শুরু করেন। এর পরে দেখি বমির মাত্রা বেড়েই যাচ্ছে। এসময় আমি শিবচরে এক ডাক্তারকে জানালে তার পরামর্শ অনুযায়ী ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাই। পরে ঢাকার চিকিৎসক ফাহিমের কানের ৯৩% শ্রবন শক্তি হারিয়ে ফেলেছেন বলে জানান।

তিনি আরো বলেন, একজন দপ্তরি এভাবে আমার ছেলেকে কানে থাপ্পর মেরে ¶তি করবে এটা কখনো আমি চিন্তাও করিনি। তারা যদি আগে ঘটনাটা আমাকে জানাতো সাথে সাথে আমি চিকিৎসা করালে হয়তো ছেলেটির কানে এ সমস্যা হতো না। পরে (২ ফেব্রুয়ারী) বাড়ি এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি দেখতে বলেন। আমি এর সঠিক বিচার চাই।’

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামচুল আলম বলেন, ঘটনাটি একটি অনাকাক্সিখত ঘটনা। আমি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে মিটিং করি। এবং বিষয়টি সুরাহ না হওয়া পর্যন্ত তাকে (দপ্তরিকে) বিদ্যালয়ে আসতে নিষেধ ও করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ছাত্রকে কানে থাপ্পর মারার অভিযোগের বিষয়ে আমাদের ইউএনও মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সংশ্লিষ্ঠ ক্লাস্টারকে প্রধান করে ৩ সদস্যর একটি কমিটি করেছি। আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

মাসুদ রেজা ফিরোজী

জেলা প্রতিনিধি

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনছেন ইলন মাস্ক

ওজু করার সময় লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ সাইফুল উদ্ধার 

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সখিপুর উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিন ৭০হাজার ৬শত ৪৭জন শিক্ষার্থী পেল নতুন বই।

গোলাপগঞ্জের সাবেক চেয়ারম্যানের উপরে হামলায় ঘটনায় গ্রেপ্তার ২

গাজীপুরে কাপড়ে মোড়ানো অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে টিন ও কাপড়ে মোড়ানো অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১১- ই মার্চ বিভাগীয় মহাসমাবেশ ময়মনসিংহ শার্কিট হাউস ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে।

তারাকান্দায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মাদারীপুরে হয়ে গেলো পিঠা উৎসবের মেলা

২১ সদস্য বিশিষ্ট যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটি গঠিত।