মঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

মাদারীপুরে আলোচিত দাদন চোকদার হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
ডিসেম্বর ৬, ২০২২ ১২:৫৩ পূর্বাহ্ণ

মাদারীপুরের শিবচরে আলোচিত মাছ ব্যবসায়ী হত্যা মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। ব্যবসায়ী দাদন চোকদাদের হত্যা মামলার পলাতক আসামীদের ১ বছর পর গ্রেফতার করা হয়েছে।

শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে রবিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হলেও রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ‌র‌্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, শিবচর পৌর এলাকার পূর্ব শ্যমাইল এলাকার আনোয়ার শেখের ছেলে রাকিব শেখ (১৭) ও একই এলাকার হালিম শেখের ছেলে সাগর শেখ (১৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত আদম চোকদারের ছেলে মাছ ব্যবসায়ী দাদন চোকদারের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত বছরের ২৩ নভেম্বর দুপুরে প্রতিপক্ষ সেলিম শেখের বাড়ির সামনে দিয়ে দাদন যাচ্ছিল এসময় তাকে কুপিয়ে হত্যা করে সেলিম শেখসহ ২০ জনের একটি দল। কুপিয়ে আসামীরা এক পা শরীর থেকে বাঁ পা বিচ্ছিন্ন করে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানোর পথে সে মারা যান। এ ঘটনায় পরের দিন (২৪ নভেম্বর) সকালে দাদনের ভাই পান্নু চোকদার বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামী করেন নজরুল শেখ, সেলিম শেখসহ ১৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৫ জনকে।

এ মামলার পলাতক আসামী ছিলেন রাকিব ও সাগর তারা আত্মগোপন করে এবং দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে দীর্ঘ ১ বছর পলাতক ছিলেন। ঘটনাটি র‌্যাবের নজরে আসার পরে ‌র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করার মাধ্যমে রাকিব ও সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে র‌্যাব তাদের শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের খবর পেয়ে ১ বছর আগে শিবচরে সংঘটিত আলোচিত দাদন হত্যা মামলার ২ প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। তাদেরকে মাদারীপুরের শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

লালপুরে ইজারাকৃত বালু মহলের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কালিয়াকৈরে গৃহবধূকে শ্বাসরোধ হত্যার অভিযোগ

১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

রামগড়ে শ্যালকের হাতে দুলাভাই খুন, গ্রেপ্তার: ২

মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে খালে পড়ে দুই ভাগ্নেসহ মামার মৃত্যু

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে শিক্ষার্থীদের- এসপি সুদীপ

ধামইরহাটে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্ত্রী-সন্তানদের নিয়ে মাটিতে ঘুমান কৃষক, ঘর নির্মাণে প্রতিপক্ষের হামলা

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের হাতে অপহরনের দায়ে ১ জনকে আটক এবং অপহৃত ভিকটিম উদ্ধার।