মাদারীপুর সদর উপজেলায় আগুন পুড়েরের ঘটনায় ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে এ ঘটনা ঘটে। নিহতদের আনুমানিক বয়স ১ ও ২ বছরের। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানী পালিয়ে গেলে শিশুদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হয়ে গেলে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। এতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ী ও ২ ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি। বাহির থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।