মাদারীপুরে পুকুর থেকে চা দোকানির ভাসমান মরদেহ উদ্ধার ।
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর পৌর এলাকার পুকুর থেকে সৌরভ মিয়া (২৮) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
উদ্ধারকৃত সৌরভ মিয়া পৌরসভার ২নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে।
শহরের লেকপাড় এলাকায় তার একটি চায়ের দোকান ছিল।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত হয়েছে। ময়না তদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।