ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নে মাদ্রাসা পরিচালনা কমিটিতে সরকারি চাকরিরত বিসিএস ক্যাডার ও খুনের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি দায়িত্বে থাকা নিয়ে ঐ এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঐতিহ্যবাহী সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান – নতুন বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন মোঃ কবির হোসেন। তিনি একজন বিসিএস শিক্ষা ক্যাডার হিসাবে সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কিভাবে একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হলেন? অন্যজন
কমিটির ৭ নং সদস্য মোঃ হোসেন ড্রাইভার তিনি একজন খুনের মামলা মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত পলাতক আসামী ও ৮ নং অবিভাবক সদস্য – মোঃ বদিউল আলম তিনি ঢাকায় একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে যানা গেছে, ৬ নং সদস্য মোঃ দিদার হোসেন কুমিল্লায় চাকরি করে বলে জানান এলাকাবাসী। এদিকে কমিটির সভাপতি ও সদস্য গন এলাকায় কেউ বসবাস না করেও কিভাবে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও অবিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন এই নিয়ে এলাবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকা বাসীর দাবি তুলেন, নতুন বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন কমিটিকে নতুন করে সাজিয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে সবাই কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।