মিরসরাই,প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলাধীন ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ১০,০০০(দশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং মাটি পরিবহনে ব্যাবহৃত ০২(দুই) টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
এছাড়া, মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানের মালামাল রেখে সড়কের যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে করেরহাট বাজারের মেসার্স তাজমহল এন্টারপ্রাইজ কে ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।এসময় সড়কের পাশে স্তুপ করে রাখা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে বলা হয় এবং সরকারি জায়গায় কোন ধরণের মালামাল না রাখার ব্যাপারে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান জানান যে, কৃষি জমির টপ সয়েল কাটা এবং মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানের মালামাল স্তপ করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ০২(দুই) টি মামলায় মোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে এবং সকলকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে