মিরসরাইয়ে স্বপ্নীল সংঘ ও মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির আয়োজনে দোয়া মাহফিল
নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নীল সংঘ ও মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল হিফজ সমাপনী অনুষ্ঠান, মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির উপদেষ্টা মরহুম এনামুল হকের স্মরণে দোয়া মাহফিল, সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ ও ব্লাড গ্রুপ নির্ণয়।
শুক্রবার উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমি প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিল মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির পরিচালক হাফেজ মাওলানা রিফাত ও ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা মুশফিকুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইদ্রিস। স্বপ্নীল সংঘের প্রতিষ্ঠাতাও পরিচালক রিফাতুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ছিলেন সীতাকুন্ড বগাচতর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাকসুদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজপতি আল আমিন, ব্যবসায়ী নজরুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির উপদেষ্টা হাফেজ মাওলানা শফিউল আলম, সদস্য সোলায়মান, স্বপ্নীল সংঘের আজীবন সদস্য নঈমুল ইসলাম টুটন, রাসেল নাজমুল, সদস্য মাঈনুল ইসলাম, আবদুস সালাম, তাসিবুল, আসিব, রাকিব প্রমুখ। অনুষ্ঠানে বগাচতর ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
স্বপ্নীল সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিফাতুল ইসলাম জানান, শুক্রবার দিনব্যাপী আয়োজনে সার্বিক সহযোগিতা করেন হাজী ইসমাঈল, রসূল আহম্মেদ খান, আরিফসহ আরো অনেকেই। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।