মিরসরাই উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সংকেত সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারের সংকেত সংস্থার কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংকেত সংস্থার সভাপতি শিক্ষক পংকজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল। এসময় সাংস্কৃতিক সম্পাদক এনায়েত উল্ল্যাহসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংকেত সংস্থার সভাপতি পংকজ লাল ভৌমিক জানান, এই সংস্থার জম্মলগ্ন থেকে আমরা গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা চাই গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে। তারই ধারাবাহিকতায় শনিবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।