মুবিন মিয়া
ময়মনসিংহের মুক্তাগাছা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যান বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে। উপজেলার ৫ নং বাশাটি ইউনিয়নের লাংগুলিয়া মন্দিরের পাশে সোমবার আনুমানিক বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত ইউনুছ আলী (২৮) জামালপুর বানারপাড় মুনাকোশা গ্রামের নওশের আলীর ছেলে। ইউনুছের স্ত্রী সালমার,সাড়ে তিন বছরের এক ছেলে সাইম এবং সাড়ে পাঁচ বছরের এক মেয়ে ইলমা রয়েছে।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি -১ এর লাইনম্যান ইউনুছ আলী ওই এলাকায় বিদ্যুৎতের লাইন মেরামত করতে যান। মেরামত কাজ শেষ না হতেই বিদ্যুৎ অফিস থেকে লাইনম্যানের সাথে কোন যোগাযোগ ছাড়াই হঠাৎ লাইন চালু করে দিলে লাইন মেরামতের এক পর্যায়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বিদ্যুৎতের তারের সাথে ঝুলে তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী সালমা খাতুন, বলেন কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে আমার স্বামী মারা গেছে। আমার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তাদের এখন কি হবে। আমার স্বামী হত্যার বিচার চাই।
এ প্রসঙ্গে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জিএম মো.আক্তার হোসেন দৈনিক ভোরের আওয়াজ কে জানান, ইউনুছ আমাদের অফিসের লাইনম্যান। লাইন শাটডাউন করেই কাজ করছিলেন তিনি। হঠাৎ কিভাবে লাইন চালু করা হলো,বিষয়টি তদন্ত করলে বুঝা যাবে। এ ঘটনায় কারো গাফিলতি আছে কি না? তা খতিয়ে দেখা হবে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ দৈনিক ভোরের আওয়াজ কে জানান, নিহতের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। লাশ মুক্তাগাছা থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন অভিযোগ করেননি। তবে বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।