ময়মনসিংহের মুক্তাগাছায় আলোচিত হিরোইন ব্যবসায়ের মূল হোতা রুবেল মেম্বারের সেলসম্যান হিরোইন ব্যবসায়ী শাহীনুর রহমানকে (২৯) আটক করছে পুলিশ। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শ্যামপুর জগন্নাথবাড়ী এলাকা থেকে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ৩০ গ্রাম হিরোইনসহ রুবেল মেম্বারের সেলসম্যান শাহীনুর রহমানকে (২৯) আটক করে পুলিশ।
শাহীনুর উপজেলার শ্যামপুর জগন্নাথবাড়ী এলাকার মো. আবু তাহেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (এসআই) শাশ্বত দত্ত চৌধুরী।
মুক্তাগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ দৈনিক ভোরের আওয়াজ কে জানান, হিরোইনসহ আলোচিত মাদক ব্যবসায়ী শাহীনুরকে আটক করা হয়। তাকে ছাড়িয়ে নিতে রুবেল মেম্বারসহ একাধিক লোকজন থানায় যোগাযোগ করছে বলে শুনেছি কিন্তু কারো সাথে আমার কথা হয়নি। এ বিষয়ে আমার সাফ কথা মামলা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীনুরের নিকট থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।