মুক্তাগাছায় হেরোইনসহ ৫ মাদক কারবারী গ্রেফতার
মুবিন মিয়া মুক্তাগাছা ময়মনসিংহ প্রতিনিধি
মুক্তাগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের দেহ তল্লাশী করে প্রত্যেকের কাছ থেকে ৬ গ্রাম করে মোট ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হোরোইনেই দাম আনুমানিক ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার শেষ রাতে উপজেলার কুমারগাতা ইছবের দোকানের মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো, কুমারগাতা মধ্যপাড়া গ্রামের কামরুল হাসান(২৯), লিচুতলা গ্রামের মোয়াজ(২৫), আমির হামজা(২৩), কুমারগাতা ইছবের মোড়ের শরিফুল ইসলাম(২২) ও চকনারায়নপুরের আনোয়ার কাদির(৩৬)।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ দৈনিক ভোরের আওয়াজ কে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিনের মাদক কারবারী। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে|