মুক্তাগাছায় যৌন হয়রানির অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার বখাটে আবদুল্লাহ (১৯) দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের আবু রায়হানের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, স্থাণিয় কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার। সে স্কুলে যাওয়া আসার সময় একই গ্রামের আবু রায়হানের ছেলে আব্দুল্লাহ প্রতিদিনই তাকে উত্তোক্ত করতো এবং নানা ধরনের কুপ্রস্তার দিয়ে আসছিল। ওই স্কুল ছাত্রী বখাটের কু-প্রস্তাব প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহ বুধবার ধারালো অস্ত্র নিয়ে ওই ছাত্রীর পথরোধ করে। পরে সেখানে তাকে মারধর করে এবং যৌন হয়রানির চেষ্টা করে। এসময় স্কুল ছাত্রীর ডাক চিৎকারে সহপাঠিরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে তার বাবা আব্দুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ দৈনিক ভোরের আওয়াজ কে বলেন, ওই বখাটে প্রায়ই স্কুল ছাত্রীকে উত্তোক্ত করতো। বুধবার স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে পথরোধ করে মারধর করে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক বখাটেকে আব্দুলাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি।