রক্তের গ্রুপ জানি, রক্তদানে জীবন রক্ষা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে পরিচালিত হয় ফ্রী ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সাধারণ ও অসহায় মানুষের বিপদে পাশে থেকে মানুষের ভালোবাসায় সিক্ত সংগঠনটির সদস্যরা। শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মানুষের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ, এতিমখানা ও বিভিন্ন মসজিদে বৈদ্যুতিক পাখা প্রদান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে সংগঠনটির সদস্যরা।
কুমিল্লার মুরাদনগরের কামাল্লা বাজারে স্থানীয় সেবা সংগঠনের স্বেচ্ছাসেবীদের আয়োজনে গতকাল দিনব্যাপী প্রায় তিনশত মানুষের মাঝে করা হয়েছে রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা। এসময় সংগঠনের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল, মোঃ জোবায়ের চৌধুরী মোফাজ্জল হোসেন, ফারুক ইসলাম, পার্থ সাহা, সেলিম মিয়া,রেজাউল করিম, হৃদয় হাসান,আরাফাত হাসান,রিফাত রানা,শাহরিয়ার মুন্সি, নজরুল ইসলাম, কামরুল হাসান, খাইরুল ইসলাম, পবন দাশ, ইকরাম হাসান,মেহরাব হাসান মাহি প্রমূখ।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জোবায়ের চৌধুরী বলেন, রক্তের গ্রুপ সকলেরই জানা অতীব জরুরী। আল্লাহ্ না করুক দূর্ঘটনা সকলের জীবনেই আসে,তখন জরুরী মুহূর্তে রক্তের গ্রুপ জানা থাকলে সুবিধা হয়। এছাড়াও রক্ত দান করা মহৎ কাজ। রক্তদাতাদের উৎসাহ করার ক্ষেত্রেও আমাদের আজকের ক্যাম্পেইন কাজে দিবে। সেবা সংগঠনটি অরাজনৈতিক এবং সাধারণ মানুষের পাশে সর্বদা কাজ করে যাবে।