শেরপুরে চুরি হবার পাঁচ দিন পর মোটরসাইকেল পাওয়া গিয়াছে,চোরও ধরা পড়েছে।
জানা গেছে,এই চোরের নামে আগে থেকেই শেরপুর সদর থানায় নানান অভিযোগ ছিল।
কিছুদিন আগেও চোরায় গাড়ি সহ ধরা পড়েছিল।
জানা গেছে যে,গাড়ির মালিক গাড়িটি শনাক্ত করেছে।
এদিকে চোরের পরিবার থানায় এসে চোরকে ছাড়িয়ে নেবার জন্য নানান চেষ্টা করছে।।
শেরপুরের নিরাপত্তার স্বার্থে চোরটির র্সবোচ্চ শাস্তি হোক।
জেলা প্রতিনিধি শেরপুর।