মোটরসাইকেল চোর চক্র গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার।
মাদারীপুর প্রতিনিধিঃ
জনৈক অনিক কুমার দাস পিতা দিলীপ কুমার দাস সাং ঝিলটুলি থানা কোতয়ালী, জেলা ফরিদপুর এর গত ১৩/০৯/২২ ইং রাত অনুঃ ০৯.০০ ঘটিকা হতে রাত ০৯.৩০ ঘটিকার মধ্যে পশ্চিমখাবাসপুর জনতা হাসাপাতাল নীচে রাখা অবস্থায় SUZUKI GIXXER FI ABS 155CC মোটর সাইকেল যার চ্যাসিস নং- RMBIED13F-104183. যার ইঞ্জিন নং- BGA1-758038. রেজি নং- ফরিদপুর ল-১২-০৫৯৭ রং নীল, অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় কোতয়ালী থানায় মামলা হলে, পুলিশ সুপার নির্দেশনা মোতাবেক জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস মহোদয় ও জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ফরিদপুর মহোদয় এর তত্বাবধানে, জনাব এম এ জলিল, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা’র নেতৃত্বে তদন্তকারী অফিসার এস আই মিজানুর রহামান হাসপাতালের সিসি ফুটেজ পর্যবেক্ষন করে মোটর সাইকেল চুরি করার ধারণকৃত ভিডিও এর উল্লেখিত ব্যক্তি হিসাবে আসামী মোঃ নাজমুল হাসান মুন্না (৩২) কে সনাক্ত করা হয়। তাহাকে গ্রেফতার করে মামলার ঘটনার সিসি ফুটেজ দেখালে আসামী মোঃ নাজমুল হাসান মুন্না সে ঘটনার সহিত জড়িত থাকাসহ ফুটেজের ব্যক্তি সে বলে স্বীকার করে। চুরি হওয়া মোটর সাইকেলটির বিষয়ে জিজ্ঞাসাবাদে মুন্না জানায় মোঃ শিবলু মোল্যা (৪৫) পিতা মৃত চাঁদ আলী মোল্যা সাং নাকোল পশ্চিম পাড়া, থানা শ্রীপুর জেলা মাগুরা, এর নিকট ৮০০০০/- টাকায় বিক্রয় করে। আসামী মুন্নার মাধ্যমে যোগাযোগ করে আসামী শিবলুকে গ্রেফতার করা হয়, গ্রেফতারের সময় আসামী শিবলুর নিকট হতে অত্র মামলার চোরাই যাওয়া মোটর সাইকেল বিক্রয়ের টাকার অংশ হিসাবে ২৩০০০/- টাকা এবং চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটা মোবাইল ফোন জব্দ করা হয়, যাহা পর্যবেক্ষন করে দেখা যায় উক্ত ফোনে বিভিন্ন চোরাই মোটর সাইকেল এর ছবি সংরক্ষিত আছে যাহা সে হোয়াইটস এ্যাপস, ইমো এ্যাপসের মাধ্যমে বিপুল ও রাসেল নামে তার দুই সহযোগীকে সরবরাহ করে। মামলার চুরি হওয়া মোটর সাইকেল এর বিষয়ে মুন্নার মুখোমুখি করে শিবলুকে জিজ্ঞাসাবাদ করলে শিবলু জানায় বিপুল ও রাসেলের মাধ্যমে উক্ত মোটর সাইকেলের ইঞ্জিন, চ্যাসিস নাম্বার চেন্জ করে মোঃ রকিবুল ইসলাম (৪২) পিতা শাহাদৎ হোসেন মাতা রওশনারা চৌধুরী সাং নারানপুর, থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর এর নিকট ১৮০০০০/- টাকায় ঢাকা জেলার সাভার নিরিবিল এলাকা হতে বিক্রয় করে। বিপুল ঢাকা লালবাগ থানার মামলায় জেল হাজতে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১/০২/২০২৩ ইং ভোর ০৪.৪৫ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন আবুডাঙ্গা সাকিনস্থ জনৈক শহিদ শেক এর বাড়ী হতে আসামী মোঃ রকিবুল ইসলাম (৪২) এর দখল হতে অত্র মামলার চুরি হওয়া মোটর সাইকেল চোরাই উদ্ধার হিসাবে উদ্ধার করা হয়।