মৌলভীবাজার বড়লেখা প্রতিনিধী।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলীর কৃতি সন্তানকে, ব্লুবার্ড কিন্ডারগার্টেন স্কুল এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান।
আজ ১০-১২-২২ ইং সকাল ১১ গঠিকায়,মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামের কৃতি সন্তান,ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট ইসলামিক স্কলার,পবিত্র আল কোরআনের সহজ বাংলা অনুবাদকারক জনাব মাওলানা এইচ এম শফিকুর রহমান আল মাদানি কে ব্লু-বার্ড কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শনে আসায়, সম্মাননা স্মারক প্রদান করা হয়।উক্ত সন্মাননা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও স্কুলের সম্মানিত অভিভাবক জনাব কাওছার হোসেন,,স্কুলের সন্মানীত সভাপতি ও জুড়ী উপজেলা শাখার UCB ব্যাংকের ম্যানেজার জনাব,নাজমুল হোসেন। বড়লেখার সুপরিচিত মুখ ডাঃ শ্রী সঞ্জয় কুমার শীল (সঞ্জু)।শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক জনাব আব্দুল লতিফ।,সহ সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম জাবেদ।প্রতিষ্ঠান প্রধান জনাব সাহেদ আহমদ। ও ব্লু বার্ড কিন্ডারগার্টেন এর সকল শিক্ষকবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। তিনি স্কুলের পরীক্ষার হল পরিদর্শন করেন এবং স্কুলের সার্বিক সহযোগিতা ও লেখা পড়ার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।