ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা পৌরসভার ২নং ওয়ার্ডের হাটবন্দ নিবাসী,সাবেক বড়লেখা ওয়াপদা বিদ্যুত অফিসের দায়ীত্বরত কর্মকর্তা,এবং বর্তমানে জুড়ী বিদ্যুৎ অফিসের দায়ীত্বে থাকা কর্মকর্তা কুমিল্লা জেলার সদর থানার ব্রাম্মনপাড়া গ্রামের স্তায়ী বাসিন্দা/বর্তমানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা পৌরসভার ২নং ওয়ার্ড হাটবন্দ গ্রামের বাসিন্দা জনাব শাহাব উদ্দিন অদ্য ১৬-১-২০২৩ ইং রোজ সোমবার ভোর ৪ ঘটিকার সময় সিলেটের একটা হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যু বরণ করেন।বড়লেখা উপজেলায় মৃত সাহাব উদ্দিনের স্ত্রী,ও ৩ কন্যা ছাড়া আর কোন আত্বীয় স্বজন না থাকায় মরদেহের দাফন কাফন সম্পন্ন করার জন্য মৃত ব্যাক্তির ভাড়া বাসার মহাজন বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শাহাব উদ্দিন সাহেব যোগাযোগ করেন( টিম ফর কোভিড ডেথ) বড়লেখা ও জুড়ীর লাশ দাফন কারি সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলদের সাথে।এবং টিম ফর কোভিড ডেথ এর সভাপতিকে বলেন আত্বীয় স্বজনবিহীন এই মৃত মানুসটার গোসল দেওয়া থেকে শুরু করে কবরে মাটি দেওয়া পর্যন্ত দায়ীত্ব আপনাদের সংগটনের হাতে অর্পিত করলাম।এই খবর পেয়ে সাথে সাথেই টিম ফর কোভিড ডেথ এর সভাপতি সাহাবুদ্দিন আহমদ উনার টিমের দায়ীত্বশীলদের নিয়ে মৃত ব্যাক্তির বাসায় যান।এবং টিম ফর কোভিড ডেথ (বড়লোখা জুড়ী)লাশ দাফনকারী সেচ্ছাসেবী সংগটনের দায়ীত্বশীলগন সকাল হতে রাত ৮-০০ ঘঠিকা পর্যন্ত নিজেদের আপনজন মনে করে জানাযার নামাজ শেষে মৃত ব্যাক্তিকে কবরস্ত করে রেখে এসে টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ী লাশ দাফনকারী সেচ্ছাসেবী সংগটন তাদের দায়ীত্ব পালন করেন।