মৌলভীবাজার প্রতিনিধিঃ-আজ ২৯ শে ডিসেম্বর ২০২২ ইং মৌলভী বাজারের বড়লেখা উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট পরিবেশ,বন,ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উদ্যোগে সম্পূর্ন বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সন্চয়ন প্রযুক্তি উদ্ভাবন শীর্ষক প্রকল্প-এর পরিচিতিমূলক কর্মশালা অনুষ্টিত হয়।
পরিবেশ,বন,ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব-ডঃ-ফারহিনা আহমদের সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের সন্চালনায় উক্ত পরিচিতিমূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্তুিত ছিলেন মৌলভীবাজার সংসদীয় ১নং আসনের এম,পি,এবং পরিবেশ,বন,ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়,জনাব,মোঃ শাহাব উদ্দিন এম,পি,।স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট চট্রগ্রাম প্রকল্পের পরিচালক ডঃ রফিকুল হায়দার,ও সম্পূর্ন বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সন্চয়ন প্রযুক্তি উদ্ভাবন শীর্ষকের প্রকল্প পরিচালক ডঃ মোহাম্মদ জাকির হোসাইন।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন-পরিবেশ,বন,ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাবা,হাবিবুন নাহার এম,পি,।জনাব,মিজানুল হক চৌধুরী,অতিরিক্ত সচিব,(উন্নয়ন অনুবিভাগ)পরিবেশ,বন,ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়।জনাব,-মিজানর রহমান (এনডিসি)অতিরিক্ত সচিব(প দু নি অনুবিভাগ)পরিবেশ,বন,ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়।জনাব,-মোঃ আমীর হোসাইন চৌধুরী,(প্রধান বন সংরক্ষক,বন বিভাগ)জনাব-,মীর নাহিদ আহসান,(জেলা প্রশাসক মৌলভীবাজার)জনাব,-মোহাম্মদ জাকারিয়া,(পুলিশ সুপার মৌঃ বাজার)জনাব,-মোঃ আনছারুল হক,(সভাপতি বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টোর্স আসোসিয়েশন)সহ প্রমুখ।
পরিচিতিমূলক কর্মশালায় পরিবেশ,বন,ও জলবায়ু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়,ও মাননীয় উপমন্ত্রী মহোদয় বড়লেখা উপজেলার আগর আতর চাষকারী,ও আগর আতর ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন -উপজেলার আগর আতর ব্যাবসায়ীরা কিভাবে উন্নত ধরনের আগর আতর চাষ করবেন,কিভাবে আগর গাছের যত্ন নিবেন।এবং বক্তারা আগর আতর শিল্প বিষয়ে আরো মূল্যবান বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের নির্বাহি অফিসার জনাব,সুনজিত চন্দ্র নাথ।আওয়ামিলীগের প্রবীন নেতা ডাঃ প্রনয় কুমার দে।বড়লেখা উপজেলা ভাইস চেয়ারমেন জনাব,তাজ উদ্দিন।বড়লেখা পৌর চেয়ারমেন জনাব,আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।আওয়ামিলীগ নেতা একে,এম,হেলাল উদ্দিন,ও বাবু বিবেকানন্দ দাস নান্টু।বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারমেন জনাব,সালেহ আহমদ জুয়েল।উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক- কামাল হোসেন।উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক -ফরহাদ আহমদ।উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন,ও সাধাধরন সম্পাদক জুনেদ আহমদ সহ উপজেলা আওয়ামিলীগের বিভিন্ন অঙ সংগটনের নেতৃবৃন্দ উপস্তিত থেকে করতালি ও স্লোগানের মাধ্যমে উক্ত অনুষ্টানকে আনন্দ মুখর করে রাখেন।অনুষ্টান শেষে বিশেষ অতিথিদের সন্মাননা স্বারক ক্রেষ্ট উপহার দেওয়া