ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ধাপে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠি
মোঃ আশিক মিয়া,
তারাকান্দা ( ময়মনসিংহ ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরাজী মোঃ মাহবুবুল আলম মন্জু’র সভাপতিত্বে এ,এইচ,আই রতন কুমার দাস এর উপস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স ও হল রুমে ৭ ও ৮ ফেব্রুয়ারি/২৩ দুই ধাপে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচ্যসূচি হতে জানা যায়,প্রথম ধাপে সিএইচসিপি এবং দ্বিতীয় ধাপে স্বাস্থ্য সহকারীদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাসিক সমন্বয় সভায়দ্বয়ে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরাজী মোঃ মাহবুবুল আলম মন্জু, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিবাকর ভাট সহ এমওডিসি ডাঃ আব্দুল্লাহ শাফী।
এছাড়াও উপস্থিত ছিলেন, এমটিইপিআই মোঃ আব্দুল গণি,পরিসংখ্যানবিদ মোস্তাফিজুর রহমান, মা মণি প্রজেক্টের মফিজুর রহমান
এবং উপজেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন এলাকার স্বাস্থ্য সহকারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিগন।
উক্ত মাসিক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা বলেন,উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবায় আরও বেশি নজর দিতে হবে,উন্নত সেবা দানের মাধ্যমে জনগণের দোরগোরায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।তিনি উপস্থিত সকলকেই নির্দেশ দেন যে,নিপা ভাইরাস সহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের কে খুঁজে বের করে তা নিশ্চিত করা। সেইসাথে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় আরো মনোযোগ দিতে হবে।