যশোরের ঝিকরগাছায় থানার মধ্যে বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালে বিজয় ছিনিয়ে আনা বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। বীর মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমে মানববন্ধন এবং স্থানীয় প্রেসক্লাবে সংবাদ করে প্রতিবাদ জানিয়েছে।
লিখিত বক্তব্যে লাঞ্ছনার শিকার বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, মুক্তিযুদ্ধ কালীন ফিল্ড কমান্ডার মোঃ লিয়াকত আলী বলেন, ঝিকরগাছা উপজেলা পুলিশ প্রশাসন কর্তৃক বিজয় দিবস ২০২২ উৎযাপন উপলক্ষে আলোচনা শেষে বেরিয়ে আসার সময় রাজাকারের দোসর রাসেদ আলীর পুত্র বিএনপি থেকে আগত বিতর্কিত ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ু তার সহযোগীরা মিলে মুক্তিযোদ্ধাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, জাতির সেই বীর সন্তানদের লাঞ্ছিত কারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের আগে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি মানববন্ধন করেন।সেখানে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান তোতা, আব্দুল কাদের, গোলাম মোস্তফা, ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক শাওন রেজা খোকা সহ আরো অনেকে।