ফুল কার না ভাল লাগে। ফুলের অপার সৌন্দর্য্য, এর গন্ধ, মুগ্ধ করে সব বয়সী শ্রেণি পেশার মানুষকে। একজন বিবেকহীন কিংবা পাগল মানুষও ফুল দেখলে কিছু সময়ের জন্য তার মস্তিষ্কের নিরবতা ভাঙে।
প্রথম বারের মতো এই ফুলের রাজধানীতে এমন আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন এই উপজেলার সর্বস্তরের মানুষ। ফুল উৎসবকে ঘিরে সাজ সাজ রব লক্ষ করা গেছে ফুলের সাথে জড়িত সংশ্লিষ্টদের মাঝে। এই উৎসব ফুলের রাজধানীতে নতুন এক মাত্রা যোগ হবে বলে মনে করে ফুল চাষি ও ব্যবসায়ীরা।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, দেশের সর্ববৃহৎ এই ফুল সেক্টরে এমন একটি আয়োজন করেছে উপজেলা প্রশাসন এজন্য আমরা খুবই আনন্দিত। ফুল উৎপাদনে এখানকার চাষিদের যে স্বপ্ন ছিলো, যে আশা আকাঙ্খা ছিলো আমরা আশাবাদী এই ফুল উৎসবের মধ্যে দিয়ে তা অচিরেই বাস্তবায়ন হবে। সর্বপরি ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে এমন একটি সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য।