যশোরের শার্শায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
যশোরের শার্শায় লক্ষ্মণপুর স্কুল এন্ড কলেজে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শার্শার ডিহি, নিজামপুর, বাহাদুরপুর ও লক্ষণপুর ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নারায়ন চন্দ্র পাল উপজেলা নির্বাহী অফিসার শার্শা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আনোয়ারা খাতুন, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ও লক্ষ্মণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সমাসুর রহমান সহ ডিহি, নিজামপুর, বাহাদুরপুর ও লক্ষণপুর ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ। উক্ত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান কবির।