রাজশাহীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ৪০০ (চার’শ) গ্রাম শুকনা গাঁজাসহ মোঃ রকি ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পিয়াদাপাড়া এলাকার মৃত রেজাউল করিম মুকুলের ছেলে মোঃ রকি ইসলাম (২৪)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল সোমবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার অভিযান চালিয়ে ৪০০ (চার’শ) গ্রাম শুকনা গাঁজা সহ তাকে গ্রেফতার করে।
আসামির বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে