রাজশাহী, তানোর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মেয়ে জান্নাতুল ফেরদৌস অন্তরা সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন।
—————————— ——
তানোর উপজেলা কৃষ্ণনপুর কোচুয়া গ্ৰামের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস অন্তরা তানোর আঃ করিম সরকার সরকারি ডিগ্ৰি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে পাশ্চাত্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হয়ে কৃতীত্বর সাথে পাশ করে বের হয়ে সহকারী জজ পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে নিয়োগ প্রাপ্ত হয়। কোনো অংশে গ্ৰামের মেয়েরা পিছিয়ে নেই তা প্রমাণ করে দিলেন অন্তরা।পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান জ্বনাব আঃ মতিন সাহেব জান্নাতুল ফেরদৌস অন্তরার বাসায় গিয়ে দেখা করে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভকামনা করেন আমরা তানোর বাসী অন্তরার উত্তর উত্তর সাফল্য কামনা করছি।