রাজাপুর কাচা বাজার ও নিউমার্কেটে যুব সমাজের উদ্যোগে গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে গড়ে তুলছে পাখিদের অভয়ারন্য:-
ধামরাই প্রতিনিধিঃ সাইদ আল মামুন লিংকন।
প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা অনেকেরি থাকে কিন্ত তা প্রকাশের উদ্যোগ কজনি বা নিতে পারে। পাখিদের প্রতি ভালোবাসা থেকেই ঢাকা জেলা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের রাজাপুর গ্রামে চলছে মাটির হাড়ি গাছে বাঁধার কার্যক্রম যা হবে পাখিদের অভয়ারণ্য। বর্ধমানের রাজাপুর কাঁচা বাজার ও রাজাপুর নিউমার্কেট এলাকায় গাছে গাছে লাগানো হয়েছে মাটির হাঁড়ি ।৩০-০১-২০২৩ ইং তারিখে সকাল ১০ টার সময় এই মাটির হাড়ি লাগানোর কাজের শুভ উদ্বোধন কররেন রাজাপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সিনিয়র সাংবাদিক জনাব আব্দুর রহীম খান মন্টু।তিনি বলেন মানুষের মত পশু পাখিদের ও আমাদের ভালবাসতে হবে। এই পাখি জমির বিষাক্ত পোকা মাকড় খেয়ে কৃষকের অনেক উপকার করে থাকে।
এলাকার কোন ব্যক্তিবর্গ বা কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে রাজাপুর গ্রামের যুব সমাজ গ্রামের ভিতর আরও পাঁচটি পয়েন্টে ৫০০ এর অধিক মাটির হাড়ি লাগানোর কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাজাপুর গ্রামের সকল যুব সমাজ সামসেন বিন্দায়ন খান সাজুর প্রশংসা করেন।কারন তিনিই এমন একটা ভাল কাজে সর্ব প্রথম এগিয়ে আসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকালের সংবাদ এর স্টাফ রিপোর্টার ও বাংলা ট্যালেন্ট এর পরিচালক সাংবাদিক সাইদ আল মামুন লিংকন। তিনিই উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন।এছারাও রাজাপুর গ্রামের ছাত্র যুবসমাজ এবং হৃদয় রাজ খান,রাছেল,রাব্বি রাজ খান,সাগর,রায়হান,রাজাপুর বাজারের আকমত ষ্টোর এর হিরন প্রমৃখ।