রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ তম বার্ষিক ক্রীয়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান -২০২৩।
ধামরাই, রাজাপুর থেকে:সাইদ আল মামুন লিংকন।
ঢাকা জেলা ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ ০৯-০২২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ৫৫ তম ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। এতে সভাপতি ছিলেন জনাব,মো: মমিনুর রহমান খান, প্রধান শিক্ষক রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়,ও সভাপতি, কার্যকরী পরিষদ, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধামরাই, ঢাকা।
প্রধান অতিথি ছিলেন জনাব,মোছ: তাজমুন্নাহার,উপজেলা শিক্ষা অফিসার, ধামরাই, ঢাকা।বিশেষ অতিথি ছিলেন জনাব,কানিজ ফাতেমা, সহকারী শিক্ষা অফিসার ধামরাই, ঢাকা।
উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব দিল্ আফরোজ খান সহ আর আট জন সহকারী শিক্ষক উপস্থিত থেকে সকল খেলার ইভেন্ট পরিচালনা করেন।এছারাও ১ নং চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব পারভীন হাসান প্রীতি ও রাজাপুর গ্রামের সকল গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার বিভিন্ন ইভেন্ট বাংলা ট্যালেন্ড টিভির মাধ্যমে লাইভ করা হয়েছে, যেন প্রবাস থেকে সবাই দেখতে পারে।এছারও দৈনিক আজকালের সংবাদ এর সাংবাদিক সাইদ আল মামুন ও রাব্বি খান উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন আবুল কাশেম খান।খেলার সার্বিক সহোযোগিতায় ছিলেন ব্যাচ ১৯৯৩-১৯৯৪ ব্যাচ এসএসসি রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ছাএ ছাএী।